রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ১৬ জুলাই পুলিশের কাছ থেকে রাবার বুলেট ছুড়লে হাত ছড়িয়ে পড়ে। ছবিটি যমুনা টেলিভিশনের ভিডিও ফুটেজ থেকে নেওয়া। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের ঘটনায় এক সহকারী উপ-পরিদর্শকসহ দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা হলেন রনপগুড় পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। শটগান থেকে গুলি চালানোর কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৮ জুলাই আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ সাইফুজ্জামান ফারুকী। কমিটি ১৮ জুলাই আংশিক প্রতিবেদন জমা দেয়। আবু সাঈদের মৃত্যুর ঘটনায় তাদের 'অপেশাদার আচরণ' প্রমাণিত হওয়ায...